হাইকোর্টের নির্দেশ অমান্য করে অনলাইনে আবারও শিক্ষক নিয়োগের বোর্ড ডেকেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগ।
আগামী ১৯ জুন ৫ জন শিক্ষক নিয়োগের এ বোর্ড অনুষ্ঠিত হবে বলে বুধবার নিউজবাংলাকে নিশ্চিত করেন মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি অধ্যাপক শুভ্র কান্তি দে।
তিনি বলেন, ' বিভাগে গত ৬-৭ বছর ধরে কোন শিক্ষক নিয়োগ হয়নি। দেড় বছর আগে শিক্ষক নিয়োগের সার্কুলার হয়েছিল। কিন্তু করোনার কারণে তা আর হয়নি। বিভাগের কিছু শিক্ষক শিক্ষাছুটিতে থাকায় শিক্ষকদের সংখ্যা কমে গিয়েছে, ফলে একাডেমিক কার্যক্রম পরিচালনায় অনেক চাপে আছি।’
এর আগে অনলাইনে দর্শন বিভাগে শিক্ষক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে গত ১০ জুন একই বিভাগের চার শিক্ষক হাইকোর্টে রিট করেন।
১৫ জুন রিটের প্রাথমিক শুনানি হয়। শুনানিতে পরবর্তী আদেশ না হওয়া পর্যন্ত অনলাইনে শিক্ষকনিয়োগ সংক্রান্ত সকল কাজ স্থগিত রাখার নির্দেশ দেয় হাইকোর্ট।
১৯ জুন অনলাইনে শিক্ষক নিয়োগের ব্যপারে আদালতে রিটের পক্ষে শুনানি করা আইনজীবী সৈয়দা নাসরিন নিউজ বাংলাকে বলেন, ‘হাইকোর্টের আদেশ অমান্য করে স্থগিতকৃত নিয়োগের বোর্ড বসানো আদালত অবমাননার শামিল।’
আদালত অবমাননার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজকে মুঠোফোনে পাওয়া যায়নি।